সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশালের ফেরার বিষয়টি নিশ্চিত হতে আগ্রহের কমতি ছিল না কর্মী-সমর্থকদের মাঝে। নেতা কখন ঢাকা থেকে আসছেন, তাকে কখন আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে এমনটি সর্বত্রই শোনা যাচ্ছিল। বিশেষ করে এই নেতার অনুসারীদের ভাবনাও ছিল নেতা ফিরলে বড় ধরনের শোডাউন করে তাকে বরণ করে নেওয়া হবে। কিন্তু সেই ভাবনার প্রতিফলন ঘটেনি। নেতা সাদিক ফিরলেন অনেটা গোপনে (!)
কাউকে কিছু না জানিয়ে রোববার (২৪ জুন) দুপুরে বিমানযোগে সাদিক আব্দুল্লাহ বরিশালে এসে পৌছেছেন। বিমানবন্দর থেকে প্রাইভেটকারযোগে শহরের কালিবাড়ি নিজবাসভনে এসেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিটি নির্বাচনে নিজদলীয় প্রার্থী হওয়ার নিশ্চয়তা পেয়েছেন। গত ২২ জুন রাজধানীতে ডেকে নিয়ে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়নের বিষয়টি ঘোষণা হওয়ার পরে সাদিক অনুসারী নেতাকর্মীরা বরিশালে ফিরেছেন। কিন্তু সাদিক রাজধানীতে অপেক্ষা করছিলেন পরিবার নিয়ে ফেরার জন্য।
সাদিকের কাছের একাধিক আ’লীগ নেতা বরিশালটাইমসকে জানিয়েছেন- রোববার দুপুরে বিমানযোগে তিনি (সাদিক) বরিশালে এসেছেন। কিন্তু তার আসাকে কেন্দ্র করে কোন ধরনের আয়োজন করা নিষেধ ছিল। যে কারণে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে তার আজ বরিশালের আসার বিষয়টি অনেকেই জানতে বলে দাবি তাদের।’
কাউকে কিছু না জানিয়ে সাদিকে বরিশালে ফেরাটা নির্বাচনী কৌশল হিসেবে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।
যদিও বরিশাল মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহমুদ বাবু বরিশালটাইমসকে বলছেন- নেতা সাদিক তার ফেরাকে কেন্দ্র করে কোন আয়োজনের উদ্যোগ না নিতে নিষেধ করেছিলেন।
যে কারণে কোন আয়োজন বা সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়নি।’
শিরোনামনির্বাচন এক্সপ্রেস, বরিশালের খবর