গোপন বৈঠকে পুলিশের অভিযান: বাইক ফেলে পালালেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জামালপুরের মেলান্দহে জামায়াতে ইসলামীর গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নেতাকর্মীরা। পরে তাদের ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেল থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদ্রা ইউনিয়নে পূর্ব থুরী দাখিল মাদরাসা মাঠ থেকে মোটরসাইকেলগুলো আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, দুপুরে পূর্ব থুরী মাদরাসা মাঠে গোপন বৈঠক করছিলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১২টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
তবে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা সবাই পালিয়ে যান। পরে মোটরসাইকেল আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দেশের খবর