বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:১১ অপরাহ্ণ, ৩০ এপ্রিল ২০১৬
বরিশাল: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ছাদ থেকে পড়ে বরগুনার দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরুগনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের মো. সোহরাব হোসেন (৪০) এবং মো. জাকারিয়া (১৮)।
বাসযাত্রী আবুল হোসেন জানান, বিশ্ব জাকের মঞ্জিলে বাৎসরিক মাহফিলে অংশগ্রহণের উদ্দেশে শনিবার সকাল ৮টার দিকে মিনিবাস যোগে রওনা দেন তারা। কাশিয়ানি পৌঁছানোর পর বাসের ছাদে থাকা সোহরাব হোসেন ও জাকারিয়া গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের লাশ উদ্ধারের পর কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ।