৮ ঘণ্টা আগের আপডেট সকাল ৭:৪৩ ; রবিবার ; জুন ৪, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

গোসল করুন ২ মিনিটে, টয়লেট শেষে ফ্লাশ না করলে ভাল!

বরিশালটাইমস রিপোর্ট
৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

আগামী দিনে বিশ্বে বড় বড় যুদ্ধগুলো হবে পানি নিয়ে- এমন ধারণা যে কতেটা বাস্তব তা এই শহরের পরিস্থিতিতে অনেকটাই যেন ফুটে উঠেছে।

পুরো শহরের জন্য আর মাত্র ৩০ দিনের পানি হাতে রয়েছে। এ অবস্থায় পুলিশ পাহারায় চলছে জনগণকে জরুরি পানি বিতরণ। সমুদ্রের পানি পরিশোধন করে ব্যবহারযোাগ্য করার চেষ্টা করছে সরকারি লোকজন। এছাড়া নর্দমার পানিও রিসাইক্লিং করে ব্যবহারের চেষ্টা চলমান।

জলসঙ্কটে জবুথবু শহরটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন। টানা তিন বছর ধরে চলমান খরার কড়াল গ্রাস যেন শহরটির কোমড় ভেঙে দিয়েছে, অন্তত পানির অভাবে এর বাসিন্দাদের বর্তমান বেহাল অবস্থা তাই প্রমাণ করছে।

কেপটাউনের জনসংখ্যা ৪০ লাখ। দিন দিন এই সংখ্যা বাড়ছেই কেবল। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আশংকা করছেন, পানি সংকট সমাধানের কোনো উপায় না হলে আগামী ১১ মে এই শহরের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়বে। শহরের পানি শোধনাগারের রিজার্ভে মাত্র ৩০% পানি মজুদ আছে। এটা যখন ১৩.৫ শতাংশে নেমে যাবে তখন শহরে ট্যাপে পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

গত পাঁচ বছরে শহরে পানি সেঁচ মারাত্মকভাবে কমতে থাকে। তিন বছর যাবত এখানকার মাটি ছোঁয়া পায়নি পর্যাপ্ত বৃষ্টির। আগুয়ান ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কাছের টেবল মাউন্টেনের তলায় সাত স্তরের বোরিং করে পানি বের করে আনার চেষ্টা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই স্থানটায় ১ লাখ কিউবিক কিলোলিটার পানির মজুদ রয়েছে।

জল সঞ্চয়কারী বাঁধের সংযোগ বন্ধ হওয়ার পর দৈনিক মাত্র ২৫ লিটার পানিতে চলতে হবে কেপটাউনবাসীকে। তখন শহরের ২০০ স্পটে কড়া পুলিশি নিয়ন্ত্রণে পানি বিতরণ শুরু হবে- যাতে এ নিয়ে কোনো রাহাজানি-হানাহানি না বেঁধে যায়।

অপরদিকে, সংকট মোকাবেলায় কর্তৃপক্ষ কেপটাউনবাসীক এরই মধ্যে বেশকিছু নির্দেশনা দিয়েছে যা সবাইকে কঠোরভাবে পালন করতে হচ্ছে। এরমধ্যে গত ১ ফেব্রুয়ারি থেকে জনপ্রতি ৫০ লিটার পানির কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। গোসলের জন্য ২ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। কারণ, দেখা গেছে বেশি সময় ধরে গোসল করতে গেলে বেশি পানি খরচ হয়। গাড়ি ধোয়া নিষিদ্ধ। টয়লেট শেষে ফ্লাশ ব্যবহার যতোটা না করা যায়- এমন মিনতি করা হয়েছে। এছাড়া সুইমিংপুলে পানি ভর্তি করতে নিষেধ করা হয়েছে; এমনকি বাগানেও পানির ব্যবহার না করতে বলা হচ্ছে।

শহরের বাসিন্দাদের আরো বলা হয়েছে, গোসলের পানি রিসাইকেল করে ব্যবহার করুন আর ওয়াশিং মেশিন যতোটা সম্ভব কম ব্যবহার করুন। শহরজুড়ে এদিক ওদিক তাকালেই নজরে পড়ে পানির জন্য লম্বা লম্বা লাইন দিয়ে আছে মানুষ- হাতে বলতি, জেরিকেন, ব্যারেল।

১৯৭৭ সালের পরবর্তী বছরগুলোতে কেপটাউন এয়ারপোর্ট এলাকায় বছরে গড়ে ৫০৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হতো। সেই বৃষ্টিপাতের মাত্রা কমে এমন পর্যায়ে এসেছে যে গত তিন বছরে তা ছিল যথাক্রমে ১৫৩, ২২১ ও ৩২৭ মিলিমিটার। এই তিন বছরের মোট বৃষ্টিপাতও ১৯৯৩ সালে এক বছরে যা হয়েছে তার চেয়ে কম। বিজ্ঞানীরা জানান, আবহাওয়া চক্রের এল-নিনোর প্রভাবে এমনটা হচ্ছে।

বিশেষ খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপেক্ষের হামলায় ঠিকাদার আহত  আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না: শেখ হাসিনা  বরিশাল সিটি নির্বাচন: বুকে বুক মিলিয়ে এক মঞ্চে হাসনাত-খোকন  নলছিটিতে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু  কলাপাড়ায় ছোট ভাইয়ের হামলায় জখম প্রভাষক বড় ভাই  স্ত্রীর স্বীকৃতি পেতে নাঃগঞ্জ থেকে বেতাগীতে স্বামীর বাড়িতে গৃহবধূ  হজ করতে সাইকেলে চড়ে প্যারিস থেকে মক্কার পথে  পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার  পটুয়াখালী/ উদ্ধারের পর ২৬ বাচ্চা প্রসব করলো মেটে সাপ  অন্তর্বাসে ফোন নিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া সময় শিক্ষার্থী আটক