বার্তা পরিবেশক গৌরনদী:: গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও গৌরনদী উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা হাফেজ নুরুল হক তালুকদারের ছেলে রানা তালুকদারকে (২২) গাঁজাসহ গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরনদী উপজেলা সদরের সরকারি গৌরনদী কলেজ গেট চত্বরে অভিযান চালিয়ে রানা তালুকদারকে তার সহযোগী উপজেলার চরগাধাতলী গ্রামের সৈয়দ দুলাল হোসেনের পুত্র সৈয়দ নাহিদকে (১৯) আটক করে থানা পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অইনে রানা তালুকদার ও সৈয়দ নাহিদকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করে। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
বরিশালের খবর, বিভাগের খবর