৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গৌরনদীতে ইয়াবাসহ যুবক আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২১ অপরাহ্ণ, ১৩ জুন ২০১৬

বরিশাল: বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ আলমাছ হাওলাদার (১৮) নামে এক যুবকে আটক করেছে র‌্যাপডি অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (১২ জুন) রাতে র‌্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

আটক যুবক গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় গৌরনদী থানাধীন কাশেমাবাদ হেলিপ্যাড সংলগ্ন পাকা রাস্তার ওপর র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আলমাছকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি চালিয়ে ২৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

39 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন