১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

গৌরনদীতে ইয়াবাসহ সেচ্ছাসেবক লীগ নেতা আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৬ অপরাহ্ণ, ২১ অক্টোবর ২০১৬

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী হেলিপ্যাড এলাকা থেকে ১৪০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মাইনুল ঘরামীকে (৫০) আটক করেছে র‌্যাব-৮এর একটি বিশেষ টহলদল। গতকাল বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার মাইনুল গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত আবুল হোসেন ওরফে মৌজালী ঘরামীর ছেলে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বরিশাল র‌্যাব-৮এর একটি দল বৃহস্পতিবার বিকালে গৌরনদী থানাধীন এলাকায় বিশেষ টহল দিচ্ছিল। এ সময় র‌্যাবের টহলদল উপজেলার আশোকাঠী হেলিপ্যাড এলাকার পাকা রাস্তার উপর উপস্থিত হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফোর্সের সহায়তায় উক্ত স্থান থেকে মাইনুল ঘরামীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে স্বীকার করে যে, সে ইয়াবা ট্যাবলেট ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত এবং তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট রক্ষিত আছে।

এসময় মাদক বিক্রেতা মাইনুল ঘরামীর দেহ তল্লাশী করে ১৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় শুক্রবার র‌্যাব বাদি হয়ে গৌরনদী  মডেল থানায় মামলা দায়ের করেছে।

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন