বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, ১৫ মার্চ ২০১৭
বরিশালের গৌরনদী উপজেলায় দুই চিহ্নিত মাদক বিক্রেতাকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। মঙ্গলবার রাতে তাদের উপজেলার টরকীবন্দর এলাকায় বরিশাল-ফরিদপুর মহাসড়ক থেকে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার বড় কসবা এলাকার মো. আলাউদ্দীন ফকিরের ছেলে মো. রাকিব ফকির ওরফে সুজন (২২) এবং সাউদের খাল এলাকার মো. জিয়াউল সরদারের ছেলে মো. নাঈম সরদার (১৮)।’’
বরিশাল র্যাব বুধবার সকালে এক ইমেল বার্তায় জানিয়েছে- একটি টিম ওই এলাকায় ডিউটি পালনকালে জানতে পারে টরকীবন্দরে মাদক ক্রয়-বিক্রয় চলছে- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। সেই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক বিক্রেতা পালানো চেষ্টা করলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত।’’
পরবর্তীতে আটক রাকিবের কাছ থেকে আধা কেজি গাঁজা ও নাঈম সরদারের কাছ থেকে ৪২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় ডিএডি মো. ইসমাইল করিম বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।’’