বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের তিন বাড়িতে চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে একদল চোর ওই গ্রামের বাসিন্দা ও মাহিলাড়া বাজারের ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারের টিনের ঘরে, পার্শ্ববর্তী পানচাষি দিপু দাসের টিনের ঘরে এবং মিঠুন খোন্দকারের বাড়ির ভাড়াটিয়া ছয়গ্রাম কলেজের প্রভাষক উজ্জল কুমারের টিনের ঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। তারা তিন বসতঘর থেকে নগদ ৭০ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং অন্যান্য মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, “এখন পর্যন্ত চুরির শিকার পরিবারের কেউ ঘটনাটি থানাকে অবহিত করেনি। “
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর