১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গৌরনদীতে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৮ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০১৬

ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার কাছে গাড়িচাপায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, গাড়ির চাপায় নিহত ৭০ বছর বয়সের পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশের পরনে চেক লুঙ্গি ছিল এবং খালি গায়ে ছিল। তবে কীভাবে এবং কোন গাড়ির চাপায় এমন ঘটনা ঘটল তা জানার জন্য অনুসন্ধান চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন