বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে জেলার গৌরনদী উপজেলার আশোকাঠিতে মালবাহি ট্রাক ও যাত্রীবাহি মাহিন্দ্রা টেম্পোর সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় ঘটা এই দুর্ঘটনায় নিহত মাহিন্দ্রা চালক উপজেলার বাটাজোড় গ্রামের বাসিন্দা সুজন (৩০) ও আরেক যাত্রী সুমন মন্ডল (৩৫)। তার ঠিকানা পাওয়া যায়নি।
আহতদের মধ্যে গুরুতর মাহিন্দ্রা যাত্রী জয়নাল আবেদিন, খোকন, জানে আলম ও স্বপনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হবে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এমএম শাহদাৎ হোসেন।
এই কর্মকর্তা আরো জানান, ফরিদপুর থেকে পণ্য নিয়ে খুলনা মেট্রো-ট-১১-১০১২ নম্বরের ট্রাকটির গন্তব্য ছিল বরিশাল। আর বাটাজোর থেকে যাত্রী নিয়ে মাহিন্দা টেম্পো (বরিশাল-ঠ-১১-০৭৫) গৌরনদী উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে সংঘর্ষ হলে যাত্রীরা আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক। হাইওয়ে থানার ওসি আরো বলেন, ট্রাক আটক করা হলেও চালক ও সহয়োতিায় পালিয়েছে। এ ঘটনায় মামলা হবে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর