বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশ পরিচয়ে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে ব্যবসায়িতর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কসবা নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যবসায়ি তালুকদার জলিল (৩৮) বাদী হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইকান্দি গ্রামের তালুকদার আব্দুল হাইর পুত্র পোল্টি ব্যবসায়ী তালুকদার জলিল ন্যাশনাল ব্যাংক উপজেলার টরকী বন্দর শাখা থেকে দুপুর ১২টার দিকে নিজ একাউন্ট থেকে চেকের মাধ্যমে সাড়ে ৩ লক্ষ টাকা উত্তোলন করেন।
ওই টাকা নিয়ে ইজিবাইকে (ব্যাটারিচালিত) গৌরনদী বন্দরের উদেশে রওনা দেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা কসবা আল্লাহর মসজিদ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে ৫ থেকে ৬ জন আরোহীর একটি সাদা মাইক্রোবাস আড়াআড়ি করে ইজিবাইকটি ব্যারিকেট দেয়।
একপর্যায়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ফিল্মি স্টাইলে ব্যবসায়ী জলিলকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরবর্তীতে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে জলিলের সাথে থাকা ৩ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় এবং ব্যবসায়িকে সড়কের পাশে ফেলে দ্রুত মাইক্রোবাস চালিয়ে যায়।
ব্যবসায়ির অভিযোগের পরে গৌরনদী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু জড়িত কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি।’’
শিরোনামবরিশালের খবর