বরিশালের গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকা থেকে আটক তিন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাহাবুব আলম এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, গৌরনদী পৌর শহরের কাছেমাবাদ এলাকার ইদ্রিস বয়াতীর ছেলে মো. আমিনুল ইসলাম বয়াতী, লোকমান আকনের ছেলে রিয়াদ আকন এবং মোশারফ মোল্লার ছেলে মিলন মোল্লা। এদিন বিকেলে দণ্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে থানা পুলিশ।
গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার হরিসোনা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ৩ যুবককে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের গৌরনদীর ইউএনও মো. মাহাবুব আলমের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এ সময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর