নিজস্ব প্রতিবেদক, গৌরনদী:: মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী, অন্যান্য অবৈধ জাল ও সরঞ্জাম নির্মূলকরনের লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়েছে।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী থেকে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ ও রাসেল রাঢ়ী (৩০) নামের একজন জেলেকে আটক করা হয়েছে।
শেষে জব্দকৃত জাল ধ্বংস করার পাশাপাশি আটককৃত জেলে রাসেলকে প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বরিশালের খবর, বিভাগের খবর