৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৫ অপরাহ্ণ, ২৬ অক্টোবর ২০১৬

বরিশালের গৌরনদীতে আজ বুধবার সকালে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সঞ্জিত দাস (২১) ও ইব্রাহীম ফকিরকে (২০) বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বাটাজোর কবিবাড়ি ব্রিজের ওপর থেকে এসআই মো. নজরুল ইসলাম ৩০ গ্রাম গাঁজাসহ শৌলাকার গ্রামের সত্যদাসের ছেলে সঞ্জিত দাস ও বাটাজোর গ্রামের বারেক ফকিরের ছেলে ইব্রাহীম ফকিরকে আটক করে। আটককৃতদের আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ওসি আরো জানান, আদালতে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম। দণ্ডপ্রাপ্তদের আজ বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন