বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলো-ইউনিয়নের চন্দ্রহার এলাকার মো. ইলিয়াসের মেয়ে ঈশা (৪) ও একই বাড়ির আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ (৪)।
স্থানীয়রা জানান, শিশু দু’টি দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। টের পেয়ে স্বজনরা শিশু দু’টিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক দেওয়ান আব্দুস ছালাম তাদের মৃত ঘোষণা করেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর