বরিশাল: বরিশাল জেলার গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে মালবোঝাই পিকআপের চাপায় মজিবর রহমান খান (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। সোমবার (৪ জুলাই) দিবাগত রাতে মোল্লাবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান খান চাঁদশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম শাওড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. হিরন বরিশালটাইমসকে জানান, মজিবর রহমান খান রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে গৌরনদী থেকে আগৈলঝাড়াগামী একটি পিকআপভ্যান মজিবর রহমান খানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক পিকআপটি আটক করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর