জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত মোতালেব হওলাদার (৪৫) মারা গেছেন। রোববার ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় বেলা ১১টার দিকে সিরাপ মৃধা নামে এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মোতালেব হওলাদার কমলাপুর এলাকার আলতাফ হোসেন হাওলাদেরর ছেলে।
গৌরনদী থানা পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, মোতালেব হওলাদারের সঙ্গে প্রতিবেশী সিরাপ মৃধার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত বৃহস্পতিবার সিরাপ মৃধার সঙ্গে মোতালেব হওলাদারের বাকবিতন্ডা ঘটে। একপর্যায়ে সিরাপ মৃধা তার ভাই মোকলেস মৃধা, আ. রহিম মৃধা ও ইউনুস মৃধা একত্রিত হয়ে মোতালেব হওলাদারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে মোতালেব হওলাদার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে বাড়িতে এসে চিকিৎসা নিতে থাকে মোতালেব হওলাদার। এ অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।
এসআই নজরুল ইসলাম জানান, নিহতের ভাই বাবুল হাওলাদার বাদী হয়ে থানায় মামলা করেছে। এ ঘটনায় সিরাপ মৃধা নামে এক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর