বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহি বাসের চাপায় নাঈম ফকির (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পার্শ্ববর্তী ভ্যান চালক বাচ্চু হাওলাদার (৩৫)।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দির সংলগ্ন এলাকায় বরিশাল ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ফকির উপজেলার এলাহী অটোরাইস মিলের শ্রমিক ছিলেন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঘোষকাঠি গ্রামের বাবুল ফকিরের পুত্র।
আহত ভান চালক বাচ্চু কালকিনি উপজেলার পুয়ালী নবগ্রাম এলাকার হাকিম হাওলাদারের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বরিশালটাইমসকে জানান, ভূরঘাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহি লোকাল বাস (বরিশাল-জ-০৫-০০২৭) বুধবার সকাল সাড়ে সাতটার দিকে বার্থী তাঁরা মায়ের মন্দির এলাকা অতিক্রমকালে পথচারী বার্থী এলাহী অটোরাইস মিলের শ্রমিক নাঈম ফকিরকে চাঁপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাংস বোঝাই একটি ভ্যানকেও ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই পথচারী নাঈম ফকির নিহত ও ভ্যানচালক বাচ্চু গুরুতর আহত হয়। হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।”
শিরোনামবরিশালের খবর