বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ অপরাহ্ণ, ০৩ অক্টোবর ২০২৩
গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ফরিদ উদ্দিন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।সোমবার (০২ অক্টোবর) রাত ১১টার দিকে গৌরনদী উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদ উদ্দিন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকার সৈয়দ আলী খানের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. আখতার উদ্দিন জানান, খবর পেয়ে তাদের একটি টিম দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে। তবে ঘটনাস্থলে এসে ফরিদ উদ্দিনকে মৃত অবস্থায় পান। পরে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বাসের ধক্কায় ঘটনাস্থলেই নিহত হন ফরিদ। ঘাতক বাসটির সন্ধানের চেষ্টা চলছে।