১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

গৌরনদীতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মিলন বানারীপাড়ায় শাহে আলম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৭ অপরাহ্ণ, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালের গৌরনদী ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শরিকল ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান মনজুর হোসেন মিলনকে গৌরনদী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে বিএনপি।

সোমবার সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থী বাছাই সংক্রান্ত সভার একক প্রার্থী হিসেবে মিলনের নাম ঘোষণা করা হয়।

অপরদিকে বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি’র সহসভাপতি শাহে আলমকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে দক্ষিণ জেলা বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো. মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে প্রার্থী বাছাই সভায় উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, যুগ্ম-আহ্বায়ক আ.ফ.ম রশিদ দুলাল, জেলা (উত্তর) মহিলা দলের সভানেত্রী তাসলিমা বেগম এবং উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

অ্যাডভোকেট গাজী সজল জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র নুর-আলম হাওলাদার, উপজলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন, জেলা (উত্তর) মহিলা দলের সভানেত্রী তাসলিমা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাজ্জাত তোতা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ.ফ.ম রশিদ দুলাল, মাষ্টার গোলাম হোসেন, জেলা (উত্তর) যুবদলের সাধারন সম্পাদক মো. বদিউজ্জামান মিন্টু দলীয় মনোনয়ন পেতে প্রার্থী বাছাই কমিটির কাছে আগ্রহ প্রকাশ করেছিলেন।

এর আগে গত শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরীকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই দিন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পায় সদ্য পদত্যাগকারী বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক।

অপরদিকে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন পেয়েছে উপজেলা বিএনপি’র সহসভাপতি শাহেআলম।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন- শাহে আলমকে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে বিএনপি। এখন কেন্দ্রে থেকে তার (শাহে আলম) কাছে চিঠি পাঠানো হবে।

নির্বাচন অফিস সূত্র জানান, গত বছর ১৯ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে পদটি শুন্য ঘোষণা করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত ৩ ডিসেম্বর পদত্যাগ করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ৯ ফেব্র“য়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১১ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৬ মার্চ।

35 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন