বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপরে হামলা চালিয়েছে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে। এ সময় আগৈলঝাড়ার নীলখোলা এলাকায় যুবদল কর্মী বাদলের দোকান ভাঙচুর এবং লুটের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে।
এছাড়া গৌরনদী ও আগৈলঝাড়া বরিশালগামী বিভিন্ন যানবাহন তল্লাশি করে ভীতি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীতে উত্তর জেলা বিএনপির কর্মী সভায় অংশগ্রহণ করতে যাওয়ার প্রাক্কালে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়।
এতে আহত হয়েছেন- গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহআলম ফকির, তার সহোদর যুবদল নেতা আনিস ফকির, যুবদল কর্মী মো. সুজন, রুহুল চোকদার, মো. সাব্বির, জামাল হাওলাদার, আগৈলঝাড়ার ছাত্রদল কর্মী মো. দুলাল, মো. সাইফুল, মো. বাদল এবং মো. সাব্বির।
আহতদের মধ্যে শাহআলম ফকির ও তার সহোদর যুবদল নেতা আনিস ফকিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া বলেন, গৌরনদী বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। নিজেদের বিরোধ তারা ছাত্রলীগের ওপর চাপাচ্ছে।
গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, সকালে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের মারামারি হয়। এতে দু’জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বরিশালটাইমসকে জানান, তার থানার আওতাধীন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার কোনো ঘটনা তার জানা নেই।
খোঁজ নিয়ে দেখবেন বলে জানান ওসি।’
শিরোনামবরিশালের খবর