বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকা থেকে এক অজ্ঞাত যুবতীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার ওই এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
ওই যুবতী মানসিক ভারসাম্যহীন বলে ধারনা করছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।
ওই থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান- ওই যুবতী শুক্রবার অন্য কোথাও সন্তান প্রসব করার পর কসবা গরুর হাট এলাকায় অচেতন হয়ে পড়ে থাকে বলে তাদের ধারনা। পুলিশের প্রাথমিক সন্দেহ ছিলো ওই নারীর সদ্য প্রসব করা নবজাতক পার্শ্ববর্তী ডোবায় পড়ে গেছে।
পরে ফায়ার সার্ভিস ওই ডোবা তল্লাশি করলেও নবজাতকের কোন সন্ধান পাওয়া পায়নি। পরে ওই যুবতীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।’
শিরোনামবরিশালের খবর