বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:৩৫ অপরাহ্ণ, ০৫ আগস্ট ২০১৭
বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে মাদক বিক্রেতার কামড়ে আহত হয়েছেন সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যদার এক কর্মকর্তা। শনিবার (০৫ আগস্ট) উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তা মো. সামসুদ্দিনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছেন, এএসআই সামসুদ্দিন অভিযান চালিয়ে মাদক বিক্রোতা হানিফ সিকদারকে (৩০) আটক করেন। কিন্তু ওই সময় এএসআইকে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মাদক বিক্রেতা।
পুলিশের কঠোর ভুমিকার কারণে সে পালিয়ে যেতে ব্যর্থ হয়েছেন। আটক করা হয়েছে একটি চোরাই পালসার মোটরসাইকেলসহ।
মাদক বিক্রেতা হানিফ সিকদার দক্ষিণ বিজয়পুর মহল্লার ইসহাক সিকদারের পুত্র।
গৌরনদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম এক দল পুলিশ নিয়ে শনিবার দুপুরে পৌরসভার দক্ষিণ বিজয়পুর অভিযান চালান। ওই সময় গত বছর ১৮ ডিসেম্বর রাতে পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়ার বাসা থেকে চুরি হওয়া বাজাজ পালসার লাল রংয়ের একটি চোরাই মোটরসাইকেলসহ হানিফকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, হানিফ পুলিশের তালিকায় মাদক বিক্রোতা ও সেবনকারী।