৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গৌরনদীতে মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩২ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০১৬

বরিশাল: বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় সাকিব হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর শেরপুর জেলার দুবারচর গ্রামের লালচাঁন হোসেনের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদা‍ত হোসেন জানান, সাকিব তার বন্ধু ইসমাম জামানের সঙ্গে মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিল।

 

পথে গৌরনদী বাসস্ট্যান্ডে এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিব। এসময় মোটরসাইকেল চালক ইসমাম গুরুতর আহত হন।  এ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসাপাতালে ভর্তি করা হয়।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন