বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে মো. সাজ্জাদ ঘরামী (১১) নামে এক স্কুলছাত্র। নিখোঁজের চার দিন পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পাগলপ্রায় তার হতদরিদ্র পরিবারের সদস্যরা।
নিখোঁজ সাজ্জাদ উপজেলার বেজগাতি গ্রামের ভ্যানচালক শাহজাহান ঘরামীর ছেলে ও নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। শাহজাহান ঘরামী পরিবারবর্গ নিয়ে টরকী বন্দর হাইস্কুলের পেছনে আলহাজ্ব দিদার উদ্দিন হাওলাদারের বাসায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সাজ্জাদ ঘরামী ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করে কোনো সন্ধান পাননি। গতকাল শুক্রবার রাতে মাইকিংও করা হয়। এ ঘটনায় আজ শনিবার গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর