বরিশালের গৌরনদীতে দুই পক্ষের সংঘর্ষে দুইজন টেটাবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে গৌরনদী উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বাগিসেরপার গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বাগিসেরপার গ্রামের আব্দুস সাত্তার হাওলাদার বাড়ি পাশে ডোবায় মাছ ধরার জন্য ফাঁদ (বুচনাই) পাতেন। এ নিয়ে প্রতিবেশী লিটন বেপারীর সঙ্গে আজ বুধবার সকাল ৬টার দিকে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে। এ সময় আরজু হাওলাদার ও খলিল কাজী টেটাবিদ্ধ হন। জখম হন আব্দুস সত্তার হাওলাদার, রেজা বেপারী, বক্কর বেপারী, লাভলু বেপারী, আরিফ হাওলাদার এবং হান্নান হাওলাদার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর