পরবর্তীতে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নিবাহী অফিসার মাসুমা আক্তার দুরপাল্লার যাত্রীবাহী বাস সূর্যমুখি পরিবহনের (যার নং ঢাকা মেট্রো-ব-১১-১০৯৩) চালক ফরিদুল ইসলামকে অবৈধ পলিথিন বহন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত পলিথিন বিনস্ট করার জন্য বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।