বরিশালের গৌরনদী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. আশরাফ সরদার (৫২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের পিছনে থেকে তাকে আটক করা হয়।
আটক আশরাফ সরদার ওই উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত মফেজ সরদারের ছেলে।
এই ঘটনায় গৌরনদী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন র্যাবের ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন।
মামলার এজাহারে বলা হয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আশরাফ সরদারকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ৫০১ পিস ইয়াবা পাওয়া যায়।’
Other