৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের বাজেট ঘোষণা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৯ অপরাহ্ণ, ৩১ মে ২০১৬

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার ডিজিটাল মাহিলাড়া ইউনিয়নের ২০১৬-২০১৭ অর্থ বছরে দুই কোটি পাঁচ লাখ ৮৩ হাজার ৬১৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু এ বাজেট ঘোষণা করেন।

মাহিলাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী এবং গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাহিলাড়া ইউনিয়নের সচিব মো. মাহতাব হোসেন, মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফিরোজ ফোরকান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসহাক আলী সরদার প্রমুখ। বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৭৫৩ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৩৮৩ টাকা।

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন