বরিশালের উজিরপুরের বামরাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫০ পিচ ইয়াবাসহ এমদাদ হোসেন মৃধা (৪৫) নামে এক মদক ব্যবসায়ী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড সংলগ্ন সরদার মেডিকেল হলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ওই এলাকার মৃত আব্দুল লতিফ মৃধার পুত্র।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম রাজীব বামরাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এমদাদকে আটক করে।
এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম রাজীব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গ্রেফতারকৃত এমদাদ দীর্ঘদিন যাবত ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল।
সে গৌরনদীসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান মাদক বিক্রেতা হিসেবে খ্যাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
শিরোনামবরিশালের খবর