বার্তা পরিবেশক, অনলাইন:: নোয়াখালীর বেগমগঞ্জে ফ্রিজ মেরামত করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে জাকির আমিনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্শ্ববর্তী আমানুল্যাহপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান আলী (২৮) ও জিরতলি ইউনিয়নের গুলজার হোসেনের ছেলে ফয়েজ (১৫)।
বেগমগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে জাকির আমিনের বাড়িতে ফ্রিজ মেরামতে যায় আরমান ও ফয়েজ। এ সময় অসাবধানতাবশত ফ্রিজে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেশের খবর