বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০২৩
গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স, খাটিয়ায় হাসপাতালে যাওয়ার পথে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গ্রামের রাস্তার বেহাল দশা। তাই ভেতরে ঢুকতে রাজি নয় কোনো অ্যাম্বুলেন্স চালক। গুরুতর অসুস্থ রোগীকে তাই খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরিবার। কিন্তু শেষ রক্ষা হলো না। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় রোগীর। মর্মান্তিক এ ঘটনা পশ্চিমবঙ্গের মালদা জেলার বামনগোলা এলাকার।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বামনগোলার গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা থেকে আইগনতারা পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তার অবস্থা একেবারেই বেহাল। ফলে ওই পথে যেতে চান না কোনো অ্যাম্বুলেন্স চালক। স্থানীয়রা জানান, রাস্তাটি সংস্কারের দাবিতে অতীতে চার বার অবরোধ কর্মসূচি পালন করেছে গ্রামবাসীরা। কিন্তু কোনো সমাধান হয়নি।
মৃতের পরিবার জানায়, ওই গৃহবধূর নাম মামণি রায় (২৪)। গত বুধবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। শুক্রবার সকালে তাকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ডাকে স্বজনরা। কিন্তু রাস্তার বেহাল দশা উল্লেখ করে কোনো অ্যাম্বুলেন্স চালক হাসপাতালে যেতে চাননি বলে তাদের অভিযোগ। মৃতার স্বামী কার্তিক রায় বলেন, রাস্তা ভালো থাকলে এই ঘটনা ঘটতো না।
এদিকে খাটিয়ায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গৃহবধূর। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। এ বিষয়ে জেলা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন, শিগগির কোনো ব্যবস্থা না নিলে আগামীতে এভাবে আরো মানুষের প্রাণহানি হতে পারে।