বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ০৭ জুন ২০১৮
অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্তোয়াইন গ্রিজম্যান বার্সায় যেতে পারেন এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। তার বার্সায় যাওয়ার সম্ভাব্য সময় সামনের দলবদলের মৌসুম।
গ্রিজম্যানের বার্সায় আসা নিয়েই প্রশ্ন করা হয়েছিলো বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে। বার্সা অধিনায়ক মনে করেন গ্রিজম্যান বার্সাকে একটি নতুন মাত্রা এনে দিতে পারবেন। কাতালান দৈনিক মুন্দো দেপোর্তিভোকে মেসি বলেন, ‘এটা এখনো ১০০% নিশ্চিত নয়। কিন্তু আমাদের যতো ভালো মানের খেলোয়াড় থাকবে আমরা ততো ভালো দল হবো।’
এছাড়া গ্রিজম্যান বার্সায় আসলে আক্রমণভাগ কীভাবে সাজানো হবে, কারা একাদশে থাকবে তা নিয়েও আর্জেন্টাইন এ তারকাকে জিজ্ঞেস করা হয়। মেসি বলেন, ‘সেটা কোচদের ওপর নির্ভর করবে। আমরা পৃথিবীর সেরা দল হতে চাই এবং সেজন্য আমরা সেরা খেলোয়াড়দের খুঁজছি।’
তারপর মেসিকে জিজ্ঞেস করা হয় গ্রিজম্যান বার্সায় এলে তার সঙ্গে বোঝাপড়া কেমন হবে মেসির। মেসি বলেন, ‘সে (গ্রিজম্যান) দারুণ একজন খেলোয়াড় এবং আমরা একে অপরকে বুঝতে পারবো। এখন সে তার ক্যারিয়ারের সেরা সময় পার করছে।’