রাজধানীর বিজয় সরণিতে গ্রিন লাইন বাসের ধাক্কায় সিএনজি আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আক্তার জাহান রুম্পা (২৮)। তিনি পেশায় চিকিৎসক।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোরে বিজয় সরণিতে এ দুর্ঘটনা ঘটে। রুম্পা সিলেটের ভার্ড আই হাসপাতালের চিকিৎসক ছিলেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জাগো নিউজকে বলেন, বিজয় সরণিতে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের ধাক্কায় রুম্পার মৃত্যু হয়েছে। সংঘর্ষের পরই বাসটি পালিয়ে যায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি গ্রিন লাইন পরিবহনের ছিল।
রুম্পার স্বজন মহসিন ফারুক জানান, চাকরির কারণে সে সিলেটে থাকতো। বাংলাদেশ আই হাসপাতালে চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় আসেন রুম্পা। রুম্পার গ্রামের বাড়ি কুমিল্লায়।
জাতীয় খবর