গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে ২-১ গোলে হা-মীমের জয়
লালমোহন (ভোলা) প্রতিনিধি : ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২২ উপলক্ষে ফুটবল (বালক) ইভেন্টে ২-১ গোলে জয় পেয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
বুধবার বিকালে উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে ২-১ গোলে জয়লাভ করে হা-মীম।
ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রাহাত আনোয়ারসহ আরও অনেকে।
উল্লেখ্য, ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২২ এর দাবা, সাতার, হাডুডু ও ফুটবলে ৪টি ইভেন্টে বালক ও বালিকাসহ ১৬টি দল অংশগ্রহণ করে।
বিভাগের খবর, ভোলা