৫ মিনিট আগের আপডেট সন্ধ্যা ৬:২৫ ; শুক্রবার ; মার্চ ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

গ্রেফতার আতংক।। কলাপাড়ার অর্ধশতাধিক দিনমজুর ও ছিন্নমূল পরিবারের মানববন্ধন

বরিশালটাইমস, ডেস্ক
৬:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

গ্রেফতার আতংক।। কলাপাড়ার অর্ধশতাধিক দিনমজুর ও ছিন্নমূল পরিবারের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সোনালী ব্যাংক থেকে প্রেরিত এক নোটিশে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে অর্ধশতাধিক দিনমজুর ও ছিন্নমূল পরিবারের মধ্যে।

এসব পরিবারের ভোটার আইডি কার্ড ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র ব্যাংক থেকে স্বনির্ভর প্রকল্পর ৩৫-৫০ হাজার টাকা লোন নিয়েছে। এখন ব্যাংক থেকে এ লোন পরিশোধের নোটিশ পেয়ে দুশ্চিন্তাগ্রস্থ্য হয়ে পড়েছে পরিবারগুলো।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে পৌর শহরের প্রেসক্লাবের সামনে ব্যাংক লোনের হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন করেছে এ প্রতারিত পরিবারের নারী-পুরুষরা।প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়া জুলেখা বেগম বলেন, তার নামে ৬৫ হাজার ৭৮১ টাকা পরিশোধের নোটিশ দেয়া হয়েছে। বজলুর রহমান জানান, তার নামে ৭৬ হাজার ৩৫৬ টাকা পরিশোধের নোটিশ করা হয়েছে।

এভাবে অর্ধশত পরিবারকে নোটিশ করে আগামী ১৫ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে নির্দেশনা দেয়া হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংক থেকে এ টাকা লোন নিয়ে পুরোটাই আত্মসাত করে একটি প্রতারক চক্র।

প্রতারণার শিকার পরিবারের সদস্যরা জানান, ২০১৬ সালে তারা রাস্তার মাটি কাটার কাজ করতেন তারা। ওই সময়ে তাদের নামে ব্যাংকে বীমা করার কথা বলে ছবি ও আইডি কার্ড নিয়েছে ওই সময়ে দায়িত্বরত মনির, মাকসুদা ও জাহানারা।

এজন্য তাদের এক হাজার টাকা দিয়েছেন। তারা কখনোই সোনালী ব্যাংকে যাননি। এমনকি অনেকে সাক্ষরও জানেন না। সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখায় এ বিষয়ে যোগাযোগ করলে ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল আহসান ঠিক কতজনকে নোটিশ করা হয়েছে এ তথ্য দিতে অপরাগত প্রকাশ করেন।

তবে তিনি সংবাদিকদের জানান, যাদের নোটিশ করা হয়েছে সবার সবধরনের কাগজপত্র ব্যাংকে সংগ্রহীত আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ বিষয়ে জানানো হবে।

পটুয়াখালি, বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  পার্ক থেকে নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ  বরিশালসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস  বাউফলে সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন  বরিশালে লঞ্চের কেবিন থেকে অর্ধ মণ গাঁজা উদ্ধার: নারীসহ গ্রেপ্তার ৪  গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম  কাশিমপুর কারাগারে নেয়া হলো সাংবাদিক শামসুজ্জামানকে  পিরোজপুরে গৃহস্থের সঙ্গে ধস্তাধস্তি: পিটুনিতে প্রাণ গেল চোরের  বরিশালে সড়কের পাশে জন্ম নেওয়া শিশুর ঠাঁই হলো বেবী হোমে  ‘শ্বশুরকে খাওয়াতে’ মুরগির ঠ্যাং, গিলা-কলিজাই ভরসা মোটরশ্রমিকের  ব্রয়লার মুরগির দাম ফের ঊর্ধ্বমুখী: দুইদিনের ব্যবধানে বাড়লো ৩০ টাকা!