৩ ঘণ্টা আগের আপডেট সকাল ৬:৩৩ ; বুধবার ; জুন ৩, ২০২০
EN Download App
Youtube google+ twitter facebook
×

গ্র্যাজুয়েট মায়ের ছবি তুলছে ছেলে, ফেসবুকে প্রশংসিত

বরিশালটাইমস রিপোর্ট
৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিটি বেশ প্রশংসা কুড়াচ্ছে।

ছবিতে দেখা গেছে, লাল শাড়ি পরে সমাবর্তন বোর্ডের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন এক গ্র্যাজুয়েট। তার মাথায় সমাবর্তন টুপি ও গায়ে গাউন। আর মাথায় টুপি ও শীতের পোশাক পরিহিত এক শিশু মোবাইলের ক্যামেরায় ওই গ্র্যাজুয়েটের ছবি তুলছে।

শনিবার বিকেল চারটায় একটি জনপ্রিয় ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন আব্দুল করিম বিন আব্বাস নামের এক নেটিজেন।

লাভ ইমোজি সংযুক্ত করে ক্যাপশনে লেখেন, ‘গ্র্যাজুয়েট মায়ের ছবি তুলছে তার ছেলে! জগন্নাথ বিশ্ববিদ্যালয়!’

ছবিটি পোস্টের দুই ঘণ্টার ব্যবধানে লাইক জমা পড়ে ৭৫ হাজার। ২১৫ বারের বেশি শেয়ার হয়। আর মন্তব্যের ঘরে প্রশংসায় ছবিটিকে ভাসিয়ে দেন নেটিজেনরা।

ছবিটির ওই নারী ও শিশুর মধ্যে মা-ছেলে সম্পর্ক বলে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

ওই গ্র্যাজুয়েট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ও কত সেশনের শিক্ষার্থী ছিলেন তা রহস্যই থেকে গেল।

তবে এতে ছবির প্রশংসায় কোনো ভাটা পড়েনি। এক মায়ের উচ্ছ্বাসকে তার ছেলের হাতে ক্যামেরাবন্দি হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নাড়া দিয়েছে।

ছবিটিকে ২০২০ সালের সেরা ছবি হিসেবে ভূষিত করেছেন কেউ কেউ।

অনেকেই নিজের ছেলের সঙ্গে এমন ছবি তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

একজন লিখেছেন, সংসারের দায়িত্ব পালন ও সন্তান লালন করেও এই নারী দেশের সনামধন্য বিদ্যাপীঠ থেকে গ্র্যাজুযেড করেছেন।নারীরা এ ছবি নিয়ে গর্ব করতেই পারেন।

প্রসঙ্গত ১৪ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে ১৯ হাজার গ্র্যাজুয়েটকে সনদ দেয়া হয়। এক যুগেরও পর অনুষ্ঠিত এই সমাবর্তনের পর নিজেদের টুপি ও গাউন পরা ছবি ফেসবুকে শেয়ার করেছেন জবিয়ানরা।

ফোকাস

আপনার মতামত লিখুন :

 

বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের পক্ষে
সম্পাদক : হাসিবুল ইসলাম
ঠিকানা: শাহ মার্কেট (তৃতীয় তলা),
৩৫ হেমায়েত উদ্দিন (গির্জা মহল্লা) সড়ক, বরিশাল ৮২০০।
ফোন: ০৪৩১-৬৪৮০৭, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  এক চিকিৎসক রোগী দেখেন ছয় হাসপাতালে!  নতুন বিপদের মুখে বিশ্ব, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল উল্কা পিণ্ড!  সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালকের মৃত্যু  ১ টাকার কয়েন পানিতে ভাসলেই ৫ কো’টি।  এবার সিসিক মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত  ১০০ বছরের বেশি সময় পর ভয়ংকর ঘূর্ণিঝড়ের কবলে ভারত  ‘ভুলে’ পাঠানো প্রধানমন্ত্রীর সহায়তার টাকা ফেরত দিলেন ছাত্রলীগ নেতা  নিউ ইয়র্কে কারফিউ ভেঙে বিক্ষোভ, আটক দুই শতাধিক  করোনা, ফ্লু, ঠান্ডা লাগা, অ্যালার্জি মিল-অমিল দেখে চিনে নিন  মাস্ক ব্যবহার না করায় পিরোজপুরে ১২ জনের জরিমানা