ঘর দেওয়ার আশ্বাসে টাকা আদায়, ভুয়া সাংবাদিককে পিটুনি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজবাড়ীতে আদিবাসী পল্লীর বাসিন্দাদের সরকারি ঘর দেওয়ার প্রলোভনে টাকা নেওয়ার সময় স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছেন নাজমুল হাসান মিন্টু নামে এক ভুয়া সাংবাদিক।
সে নিজেকে সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন ও রোজ প্রতিদিনের সাংবাদিক বলে পরিচয় দেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও গ্রাম পুলিশ কার্ড জব্দ করে।
আজ শনিবার সকাল ৯ টায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর আদিবাসী পাড়ায় ওই ভুয়া সাংবাদিককে আটক করে জনতা। তার কাছ থেকে বেশ কয়েকটি গণমাধ্যমের ভুয়া আইডি কার্ড জব্দ করেন স্থানীয় নবাবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ উত্তম কুমার ও ১ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য পলাশ কর।
গ্রাম পুলিশ সদস্য উত্তম কুমার বলেন, ‘আজ সকালে সোনাপুর বাজারে আসলে আমার কাছে ফোন আসে আদিবাসীদের কাছ থেকে একজন সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা আদায় করছে। বিষয়টি জানার পর আমি সেখানে যাই।
কথাবার্তার বলার একপর্যায়ে বুঝতে পারি তিনি ভুয়া সাংবাদিক। তাকে বসিয়ে রেখে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ করকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলি। তিনি আসার পর ইউপি সদস্য পলাশ কর ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহায়তায় তাকে ভুয়া বলে শনাক্ত করি। এ সময় উৎসুক জনতা তাকে মারধর করে তাড়িয়ে দেয়।’
দেশের খবর