বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:৪২ অপরাহ্ণ, ৩০ জুন ২০১৭
ভোলায় মা-বাবার বিরোধের জের ধরে ছেলে সেনা সদস্য খালিদ বিন ওয়ালিদকে কুপিয়ে হত্যা করেছেন বাবা নুর মোহাম্মদ। বৃহস্পতিবার (২৯ জুন) ৩টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহতের মা নুরজাহান বেগম ও বোন রাবেয়া বেগমও হামলায় আহত হন।
এই ঘটনায় হন্তারক বাবা ভোলা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, যশোর সেনা ক্যান্টনমেন্টের সৈনিক পদে কর্মরত খালেদ বিন ওয়ালিদ ঈদের ছুটিতে বাড়িতে আসেন। দুই দিন আগে বাবা তার মাকে মারধর করেন।
এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এর জের ধরে রাত ৩টার দিকে বাবা ঘুমন্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় ছেলের চিৎকার শুনে তাকে বাঁচাতে মা ও বোন এগিয়ে আসলে তারাও আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে ছেলের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বাবা নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে।
ভোলা থানার ওসি মীর খায়রুল কবির বরিশালটাইমসকে জানান, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা নূরজাহান বেগম বাদী হয়ে স্বামীকে আসামি করে মামলা দায়ের করেন।
বাবা নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ তার ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন।”