৭ ঘণ্টা আগের আপডেট সকাল ৬:৫৫ ; শনিবার ; জুন ৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

‘ঘুষের মিনিমাম রেট নাকি পাঁচ লাখ টাকা’

বরিশালটাইমস রিপোর্ট
২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮

নির্বাচনী প্রচারের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা থাকলেও এখন ঘুষ ছাড়া একটা চাকরিও হয় না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল, তাঁরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দিবেন। মানুষ বিশ্বাসও করেছিল। কিন্তু এখন ঘুষ ছাড়া পিয়নের চাকরিও হয় না। পিয়নের চাকরি পেতেও জমিজমা বিক্রি করে ঘুষ দিতে হয়।’

‘মিনিমাম রেট নাকি পাঁচ লক্ষ টাকা’- এ কথা বলার পর পরই হলজুড়ে হাসির রোল উঠে। একটু থেমে খালেদা জিয়াও হাসতে হাসতে পুনরায় বলতে শুরু করেন, ‘কমই বললাম পাঁচ লাখ টাকা। একজন পিয়নের পক্ষে তো পাঁচ লাখ টাকা সোজা কথা নয়।’

আওয়ামী লীগের আমলে দেশে মধ্যবিত্তরা গরিব হচ্ছে আর দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে বলেও জানান খালেদা জিয়া। তিনি আরো বলেন, ‘দেশে এখন বিদেশি বিনিয়োগ হচ্ছে না। কারণ দেশে খুন-গুম-হত্যার বিষয়গুলো বিদেশিরা জানতে পারেন হিউম্যান রাইটসের প্রতিবেদন পড়ে। তাই তাঁরা বুঝতে পারছেন বিনিয়োগের পরিস্থিতি দেশে নেই। কাজেই বিনিয়োগের অভাবে প্রতিষ্ঠান হবে না, কাজেই বেকারত্ব বাড়বে।’

এ ছাড়া প্রশাসনে দলীয়করণ-আঞ্চলিকীকরণ হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। এমনকি ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির কথা তুলে ধরেন তিনি।

আগামী ৮ তারিখ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের আগেই এই সভার ডাক দেওয়া হয়। সভায় জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয়, জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ প্রায় সাতশ নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষে আদালত আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন। এ মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

রায়ের দিন ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এ নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, যার ফলে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। প্রায় প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপেক্ষের হামলায় ঠিকাদার আহত  আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না: শেখ হাসিনা  বরিশাল সিটি নির্বাচন: বুকে বুক মিলিয়ে এক মঞ্চে হাসনাত-খোকন  নলছিটিতে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু  কলাপাড়ায় ছোট ভাইয়ের হামলায় জখম প্রভাষক বড় ভাই  স্ত্রীর স্বীকৃতি পেতে নাঃগঞ্জ থেকে বেতাগীতে স্বামীর বাড়িতে গৃহবধূ  হজ করতে সাইকেলে চড়ে প্যারিস থেকে মক্কার পথে  পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার  পটুয়াখালী/ উদ্ধারের পর ২৬ বাচ্চা প্রসব করলো মেটে সাপ  অন্তর্বাসে ফোন নিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া সময় শিক্ষার্থী আটক