৪২ মিনিট আগের আপডেট সন্ধ্যা ৬:১৫ ; বুধবার ; মার্চ ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে সিত্রাং: বাড়ল সতর্ক সংকেত

বরিশালটাইমস রিপোর্ট
১১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে সিত্রাং: বাড়ল সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিয়েছে। রবিবার(২৩ অক্টোবর) রাতে নিম্নচাপটি ঘূর্ণিঝড় চিত্রাংয়ে রূপ নেয়। ফলে উপকূলীয় জনমনে আতঙ্ক বাড়ছে। এতে করে তিন নম্বর থেকে সতর্কতা সংকেত বেড়ে ৪ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। এদিকে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এর ক্ষতির কবল থেকে উপকুলবাসীকে রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করছে স্থানীয় প্রশাসন, বন্দর কতৃপক্ষ ও কোস্টগার্ড পশ্চিমজোন।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, ‘সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর ফলে রবিবার রাতে মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং (২৫ অক্টেবার) ভোরের দিকে বাংলাদেশ অতিক্রম করতে পারে।’

এদিকে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির খবরে আতংঙ্কিত হয়ে পড়েছেন পশুর নদী সংলগ্ন বসবাসকারী জয়মনির গোল থেকে চিলা পর্যন্ত ঝুকিপূর্ণ বেড়িবাধের পাশে বসবাসকারীরা।

চিলা এলাকার বাসিন্দা কমলা বেগম জানান, দীর্ঘদিন পশুর নদী সংলগ্ন বেড়িবাধটি সংস্কার না করায় এখন তারা কয়েক হাজার বাসিন্দা প্রাণের ঝুঁকি সেখানে বসবাস করছেন। তাই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার খবরে তাদের ঘুম হারাম হয়েগেছে। নিরাপদ আশ্রয়ের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। সামান্য ঝড়বৃষ্টি শুরু হলেই তারা নিরাপদ আশ্রয়ে চলে যাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার সাংবাদিকদের বলেন, ‘ঝড়ের পূর্বভাসের কারণে উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানের পাশাপাশি, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি)র ১৩২০জন স্বেচ্ছাসেবক কর্মী প্রস্তত রয়েছেন। এছাড়া ১০৩টি সাইক্লোন শেল্টারও প্রস্তত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ জানান, বন্দরে এখন ১৩টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। ঝড়ের গতিবেগ বাড়লে বন্দরের নিজস্ব এলার্ট জারির পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা মহিউদ্দিন জামান সাংবাদিকদের জানান, দুর্যোগকালীন সময়ে সকলকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণসহ সকল পরিস্থিতি মোকাবেলায় কোস্টগার্ড পশ্চিম জোনের সকল জাহাজ, স্টেশন ও আউটপোস্টসমূহ প্রস্তুত রাখা হয়েছে।’

জাতীয় খবর

আপনার মমত লিখুন :

 

ই বিাের াও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
    বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান  প্রথম আলোর সেই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা  সুরা ইখলাস অর্থসহ উচ্চারণ এবং বিশেষ মর্যাদা ও ফজিলত  বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বসতঘর ভাঙচুর  সংশোধন হচ্ছে আইন: মোটরসাইকেলসহ সব গাড়ির বীমা লাগবে  ইসলাম ধর্মগ্রহণ করলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা  এক ইলিশের দাম ৬ হাজার টাকা  টিসিবির পণ্যসহ ব্যবসায়ী আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড  বাউফল জোড়া খুন: গেমসে অস্ত্র চালানো শিখে কিশোর গ্যাং