৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শাওন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০০ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভোলা::: ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার দুপুরে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে তিনি এই ত্রাণ বিতরণ করেন।

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পরিবারদের ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দিয়ে শাওন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছেন বিধায় যে কোনো দুর্যোগে মানুষ সবসময় সহযোগিতা পেয়ে আসছে। ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তরা প্রধানমন্ত্রীর জন্য সর্বাত্মক সহযোগিতা পেয়েছে।

ত্রাণ বিতরণের সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন