ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারী নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণে নড়াইলের লোহাগড়ায় গাছের ডাল পড়ে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে ৷ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মর্জিনা বেগম (৩২)-এর বাড়ি বাগেরহাট জেলায়। ছেলে জিহাদ (১১)-কে নিয়ে দীর্ঘদিন লোহাগড়া পৌর এলাকায় ভাড়া থেকে মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন ৷ অন্যান্য দিনের মতো দুপুরে ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন ৷ এ সময় উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে মেহগনি গাছের ডাল ভেঙে মাথার উপর পড়লে গুরুতর আহত হন তিনি ৷ স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে ৷ স্বজনরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
দেশের খবর