ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে সব নদ-নদীর পানি বিপদসীমার ওপরে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রোববার রাত থেকে এ বৃষ্টিপাত শুরু হয়। আজ সোমবার সকাল থেকে সময় যত গড়াচ্ছে বৃষ্টির বেগ তত বাড়ছে। মাঝে মাঝে বইছে দমকা বাতাস।
সাগর তীরবর্তী জেলা-উপজেলা ও নদী তীরের নিচু এলাকার বাসিন্দাদের সকাল থেকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। অস্বাভাবিক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বরিশাল নগরের বেশিরভাগ এলাকা। এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় দক্ষিণাঞ্চলের সব বড় নদ-নদীর পানি সোমবার বেলা ১টার পর থেকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সকাল ৬টা থেকে প্রথমে অভ্যন্তরীণ ও পরে দূরপাল্লা রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় বিআইডব্লিউটিএ। বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান সাংবাদিকদের জানান, উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ রাখার জন্য ৩ হাজার ৯৭৪টি আশ্রয়কেন্দ্র আগেই প্রস্তুত রাখা হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের সকাল থেকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস আজ বিকেল ৪টায় জানান, বিকাল ৩টা থেকে আগের ২৪ ঘণ্টায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ের মধ্যে বাতাসের গতিবেগ ১৫ থেকে ২০ নটিকেল মাইলের মধ্যে ওঠানামা করেছে।
তিনি আরও জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাতের মধ্য ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়া এলাকা অতিক্রম করবে। এ কারণে সন্ধ্যার পর বৃষ্টি ও বাতাস বাড়বে।পানি উন্নয়ন বোর্ডের ভোলা উপজেলায় দায়িত্বরত গেজ রিডার মো. মনিরুল ইসলাম জানান, সোমবার বেলা ১টার দিকে দক্ষিণাঞ্চলের সব নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।
মেঘনা ও সুরমা নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৬ মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার মধ্যরাতে পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
বরিশালের খবর, বিভাগের খবর