বার্তা পরিবেশক, অনলাইন::: ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে প্রথম জয়ের দেখা পেল রংপুর রেঞ্জার্স। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রামকে ৮ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে রংপুর।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় রংপুর রেঞ্জার্স। ফলে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৬৩/৭ (ফার্নান্দো ৭২, সোহান ২০, প্ল্যাঙ্কেট ১৭; মোস্তাফিজ ২/২৩, লুইস গ্রেগরি ২/২৭)।
রংপুর রেঞ্জার্স: ১৮.৪ ওভারে ১৬৭/৪ (লুইস গ্রেগরি ৭৬*, ফজলে মাহমুদ ৩৮*, টম অ্যাবল ২৪, সাদমান ১৬)।
ফল: রংপুর রেঞ্জার্স ৬ উইকেটে জয়ী।
খেলাধুলার খবর