বরিশাল নগরীর কাটপট্টি রোডের একটি ভাড়া বাসায় চট্টগ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী খালিদ মো. টিপু খুনের ঘটনায় তার স্ত্রী ও ছোট ভাইসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মশিউর রহমান সংশ্লিষ্ট আদালতের নিবন্ধন কর্মকর্তার (জিআরও) কাছে অভিযোগপত্র জমা দেন।
ভাবী ও দেবরের পরকীয়া প্রেমের মাঝ পথ থেকে বাধা সরাতেই গত বছর ২৫ অক্টোবর রাতে নগরীর কাটপট্টি রোডের ভাড়া বাসায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী টিপুকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। টিপু চট্টগ্রামের কর্ণফুলী এলাকার চরফরিদ গ্রামের সোলায়ামান সরদারের ছেলে। ছোট ভাই নুর উদ্দিন জাহেদ মুনসুরকে নিয়ে বরিশাল নগরীর কাটপট্টি রোডের একটি বহুতল ভবনের চতুর্থ তলার ফ্লাটে ভাড়া থেকে পোর্ট রোডে মাছের ব্যবসা করতেন টিপু। সেখানেই মুনসুরের ভাড়াটিয়া খুনিরা টিপুকে শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশের দেওয়া অভিযোগপত্রে অভিযুক্ত আসামিরা হলেন- নিহত টিপুর স্ত্রী শারমীন আক্তার টুনটুন, টিপুর ছোট ভাই নুর উদ্দিন জাহেদ মুনসুর, ভাড়াটে খুনি শুক্কুর মোল্লা, পলাশ দাস, হাসান এবং আলতাফ হাওলাদার। এদের মধ্যে শারমীন আক্তার টুনটুন পলাতক রয়েছে।
অন্যরা হত্যাকান্ডের ১৫ দিন পর গত বছরের ১০ নভেম্বর গ্রেফতার হলে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।’’
বরিশালের খবর