ভোলার চরফ্যাশনে বাল্য বিবাহের বৌ-ভাত অনুষ্ঠান থেকে বর-কনেসহ ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন বর আলাউদ্দিনকে ১ মাস ও বাকী ৩ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবগঠিত আহম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাল্যবিয়ে হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনোয়ার হোসেন অভিযান চালান। এসময় বৌভাত অনুষ্ঠান থেকে বর আলউদ্দিন (১৮), কনের মা ইয়ানুর বেগম, নানা কালু ঢালি ও কনেকে আটক করে সাজা প্রদান করেন তিনি।
তাদেরকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনমুল হক। বৌ-ভাত অনুষ্ঠান পণ্ড করে বর-কনেসহ ৪ জনকে কারাদণ্ড দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।