ভোলার চরফ্যাশন উপজেলায় বিকাশ এজেন্টের এক কর্মীর কাছ থেকে ১৭ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও টাকা উদ্ধার করতে পারেনি। তবে সোমবার দুপুরে সন্দেহভাজন হিসেবে বিকাশ এজেন্টের কর্মী নিজাম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ভোলার চরফ্যাশন বিকাশ শাখার ডিএসও নিজাম উদ্দিন বরিশালটাইমসকে জানিয়েছেন, রোববার দুপুরে চরফ্যাশন পূবালী ব্যাংক শাখা থেকে ১৭ লাখ ৫ হাজার টাকা নিয়ে চরফ্যাশনের আঞ্জুর হাটের বাবুর হাট মার্কেটে এজেন্টদের কাছে নিয়ে যাচ্ছিলেন নিজাম উদ্দিন। বিকেল ৩টার দিকে কাশেমগঞ্জ বাজারের কাছে পাটোয়ারি বাড়ির সামনে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন আরোহী তার গতি রোধ করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
বিকাশ কর্মী নিজাম উদ্দিন বরিশালটাইমসকে জানান- তার গলায় ছুরি ধরে ব্যাগ ভর্তি ১৭ লাখ ৫ হাজার টাকা ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন ছিনতাইকারীদের ধাওয়া করেন। কিন্তু তাদের আটক করতে পারেননি।
এদিকে এ ঘটনায় চরফ্যাশন বিকাশ অফিসের হিসাব রক্ষক সোলায়মান সাগর বাদী হয়ে রোববার রাতে চরফ্যাশনের শশীভূষন থানায় অজ্ঞাতদের আসামি করে ছিনতাই মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ বিকাশ কর্মী নিজাম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
শশীভূষন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানিয়েছেন- এ ঘটনায় সন্দেহ ভাজন হিসেবে বিকাশ কর্মী নিজামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ভোলা