৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

চলন্ত বাসে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, ২৯ মে ২০২১

চলন্ত বাসে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক বরিশাল >> সাভারের আশুলিয়া থানা এলাকায় চলন্ত মিনিবাসে এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৬জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি/ অপারেশন) আবদুর রশিদ শনিবার সকালে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা আবদুর রশিদ সাংবাদিকদের জানান, চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৬ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন